ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ফিজিওথেরাপি দিবস  পালিত 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০০, ৮ সেপ্টেম্বর ২০২৩

ফিজিওথেরাপি দিবস  পালিত 

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে

শুক্রবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র‌্যালি আয়োজন করে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। র‌্যালি শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। প্রতি বছরই ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।
এ সময় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার সৈয়দ মেহদী হাসান বলেন, ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে অপচিকিৎসা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহমেদ বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়ন করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটিশন খাতে চিকিৎসা প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়নসহ অন্যান্য কার্যক্রম শুরু ও সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, অতিদ্রুত কাউন্সিল পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন কার্যক্রম শুরু করে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন খাতে অভূতপূর্ব উন্নয়নের সূচনা করা হবে। বিপিএ সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদৎ হোসেনের (পিটি) নেতৃত্বে শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী, চিকিৎসক ও সুবিধাভোগী ব্যক্তি অংশগ্রহণ করেন।
এ সময় তারা অতিদ্রুত সময়ের মধ্যে কাউন্সিল বাস্তবায়ন করে পেশাজীবীদের নিবন্ধন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে নজরদারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

×