ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

জায়গা হলো না বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির

প্রকাশিত: ১৩:০৫, ২৮ আগস্ট ২০২৩

জায়গা হলো না বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির

জায়গা না থাকায় ভেতর প্রবেশ করতে পারছেন না বিশেষ চাহিদাসম্পন্ন এই ব্যক্তি।

রাজধানী ঢাকার মেট্রোরেলে রয়েছে প্রায় সব ধরণের আধুনিকতা ছোঁয়া। এরই ধারাবাহিকতায় বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিদের মেট্রো স্টেশনে করা হয়েছে লিফটের ব্যবস্থা। কিন্তু সেখানেই জায়গা হলো না বিশেষ চাহিদাসম্পন্ন এই ব্যক্তির। 

রবিবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ রকমই একটি ছবি দেখা গেছে। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন:সহপাঠীদের দিয়ে ছাত্রকে চড়, বন্ধ করে দেওয়া হলো সেই স্কুল 

ছবি দেখা যায়, লিফটের কাছে অপেক্ষমান আছেন একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। কিন্তু লিফটে জায়গা না হওয়ায় তিনি ভেতরে প্রবেশ করতে পারছেন না। আর লিফটের ভেতরে সুস্থ্য মানুষগুলো দাঁড়িয়ে থাকলেও কেউ বিশেষ চাহিদাসম্পন্ন এই ব্যক্তিকে জায়গা করে দেননি। 

এদিকে, ছবিটিতে বিভিন্নজন নানা ধরনের মন্তব্য করেছেন। সাজ্জাদ হোসাইন মন্তব্যে বলেছে, ‘আমাদের মানুষিকতার পরিবর্তন কবে হবে?’ জিয়া রাইহান লেখে, ‘এটা শুধু এ দেশেই সম্ভব, কারণ আমরা সভ্য জাতি।’ প্রান্ত লেখেন, ‘সবাই একই রকম।’ এভাবে নেটিজেনরা তাদের মনের কথাগুলো প্রকাশ করেছেন। 

এম হাসান

×