ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশে চিনির দাম কমল

প্রকাশিত: ২০:১৮, ১৩ আগস্ট ২০২৩

দেশে চিনির দাম কমল

চিনি। ফাইল ছবি।

দেশে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা করে কমানো হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

চিনির নতুন নির্ধারিত মূল্য আগামীকাল সোমবার (১৪ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আরও পড়ুন >>  দাম কমলো সয়াবিন তেলের

বিজ্ঞপ্তি অনুযায়ী, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রতি কেজি খোলা চিনির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×