ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

রাজধানীতে টহল বাড়িয়েছে র‍্যাব

প্রকাশিত: ১৮:৫৩, ১১ আগস্ট ২০২৩; আপডেট: ১৯:২৩, ১১ আগস্ট ২০২৩

রাজধানীতে টহল বাড়িয়েছে র‍্যাব

নিরাপত্তা জোরদারে র‍্যাবের টহল। ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়িয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য জানান র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‍্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পিকআপ টহল ও মোটরসাইকেল টহল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন >>  

রাজ্যর প্রথম জন্মবার্ষিকীতে অপু বিশ্বাসের উপহার

প্রাকৃতিক দুর্যোগ এলাকা ছাড়া সারাদেশে পরীক্ষা চলবে

ডিমের দামে নতুন রেকর্ড

টাইগারদের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

এসআর

সম্পর্কিত বিষয়:

×