মেট্রোরেলের ফার্মগেট এলাকার রুট। ছবি: জনকণ্ঠ।
অক্টোবরের শেষ সপ্তাহে যখন প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
বুধবার (৯ জুলাই) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে ডিএমটিসিএল সভা কক্ষে এ তথ্য জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।তিনি বলেন, ‘আশা করছি ১৫ অক্টোবরের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। এরপর প্রধানমন্ত্রী আমাদের যেকোনো দিন মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।’
এম এ এন সিদ্দিক বলেন, ‘প্রথমে আমরা সীমিত সময়ের জন্য ট্রেন চালাবো। যখন দেখা যাবে পুরো সিস্টেম ভালোভাবে চলছে, তখন আমরা আগের অংশের সঙ্গে মার্জ করে দেবো। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। কিছু ট্রেন মতিঝিল যাবে, কিছু আগারগাঁও পর্যন্ত যাবে। তবে পুরোদমে ট্রেন চলবে আগামী জানুয়ারি থেকে।’এদিকে, মেট্রোরেলের কাজ করার সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৩ হাজার ৮৭৭টি গাছ কাটা পড়ে। এ জন্য ওই অংশে মেট্রোরেলের ডিপো, স্টেশন প্লাজা, সড়কের মিডিয়ানে ৫ হাজার ৭৪৭টি গাছ লাগানো হবে। এ ছাড়া ২৪ হাজার ৭১৮টি শোভাবর্ধনকারী গাছ থাকবে। এই প্রকল্পে ব্যয় হবে ২ কোটি ২০ লাখ টাকা।
এম হাসান