সবগুলো ক্যামেরার ভিডিও একমাস সংরক্ষণ করা হবে।
পদ্মা সেতু সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আরো ৫০টি উচ্চ ক্ষমতার ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বর্তমানে সেতুর দুই প্রান্তের টোল প্লাজার পিটিজেড, ডোম, বুলেট ও ফিসআই চার ধরনের ৫২টি ক্যামেরা ব্যবহার হচ্ছে।
সেতু বিভাগের সচিব মনজুর হোসেন গণমাধ্যমকে জানান, ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে। সেতুর নিরাপত্তার জন্য মনিটরিং আরও জোরদার হবে এবং প্রতিটি টোলপ্লাজায় ইতোমধ্যে ক্যামেরা বসানো হয়েছে।
জানা যায়, সেতুর দুই প্রান্তে টাওয়ার বসিয়ে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। নিচতলায় ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। সেতুর মাওয়া প্রান্ত থেকেই ক্যামেরার মাধ্যমে জাজিরা ও মাওয়া দুই প্রান্তসহ পুরো সেতু সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। সবগুলো ক্যামেরার ভিডিও একমাস সংরক্ষণ করা হবে। সড়কপথ, রেলপথ, টোল প্লাজা ও সেতুর আশপাশের নদী এবং অ্যাপ্রোচ রাস্তা এর আওতায় থাকবে। এই ক্যামেরা বিআরটিএ সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে।
এম হাসান