ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীর রামপুরায় ভিক্টর বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৮:৪১, ১৩ জুলাই ২০২৩

রাজধানীর রামপুরায় ভিক্টর বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ভিক্টর ক্ল্যাসিক বাস

রাজধানীর রামপুরায় রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান বলেন, আমার ভাই চীনের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা ডেমরা এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে। বাসটি পুলিশ হেফাজতে আছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।

এমএস

সম্পর্কিত বিষয়:

×