ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রামপাল বিদ্যুৎকেন্দ্রে আবারও শুরু হয়েছে উৎপাদন

প্রকাশিত: ১৭:৩৭, ১২ জুলাই ২০২৩

রামপাল বিদ্যুৎকেন্দ্রে আবারও শুরু হয়েছে উৎপাদন

ফাইল ছবি।

রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন বন্ধ থাকার পর বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। সোমবার (১০ জুলাই) কেন্দ্রটির প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্ৰিডে সরবরাহ শুরু হয়েছে।

বুধবার (১২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার।

তিনি বলেন, প্রায় ১০দিন বন্ধ থাকার পরে সোমবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্ৰিডে সরবরাহ করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ জুন রাত ৮ টা ৪৬ মিনিটে রক্ষণাবেক্ষণের কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ১০ জুলাই সন্ধ্যা ৭টায় আবারও উৎপাদন শুরু হয়েছে।
 
 

এমএম

সম্পর্কিত বিষয়:

×