ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত

মেডিকেল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ১০ জুলাই ২০২৩

বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ঘিরে পুলিশের তৎপরতা

রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- দনিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র সাগর শিকদার (২০) ও মো. ইউসুফ (১৯)।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগর চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত সাগর জানান, তার বাসা যাত্রাবাড়ী মাতুয়াইল কাউন্সিল এলাকায়। সন্ধ্যার আগে বন্ধু ইউসুফকে সাথে নিয়ে সেকেন্ড হ্যান্ড একটি suzuki gixxer মোটরসাইকেল কেনেন তিনি। কেনার পর বাসায় ফেরার পথে মোটরসাইকেলটি চালাচ্ছিলো তার বন্ধু ইউসুফ। ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় একটি বাস তাদের মোটরসাইকেলটিতে পিছন থেকে ধাক্কা দেয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. মহিদুল ইসলাম জানান, গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পেছনে দুটি বাস প্রতিযোগিতা করে চালিয়ে যাওয়ার সময় সামনে থাকা মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা দুজন ছিটকে পড়েন। তাদের মুখমণ্ডল, হাত-পাসহ বিভিন্ন জায়গায় জখম হয়। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×