ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মশক নিধন অভিযান

এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ টাকা জরিমানা করল ডিএনসিসি

প্রকাশিত: ১৮:৫৫, ৯ জুলাই ২০২৩

এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ টাকা জরিমানা করল ডিএনসিসি

এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৬ মামলায় মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ডিএনসিসির ১০টি অঞ্চলেই একযোগে মশক নিধন অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। পুরো জুলাই মাসে এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। 

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযানে অংশ নেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ.কে. এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্ণেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এ ছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ মশক কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন এবং মশার উৎসস্থল ধ্বংস করেন।
 

এম হাসান

×