ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে শুক্রবার

প্রকাশিত: ১৮:৫৬, ৬ জুলাই ২০২৩

আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে শুক্রবার

মেট্রোরেল। ফাইল ফটো

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে আগামীকাল শুক্রবার পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। ট্রেন চলাচল পরীক্ষণের শুভ সূচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ।

বৃহস্পতিবার ( ৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল জানায়, শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে এই রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।

এসআর

সম্পর্কিত বিষয়:

×