ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র’

প্রকাশিত: ১৮:৩০, ৫ জুলাই ২০২৩

‘বাংলাদেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। তাদের সঙ্গে আমাদের নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা রয়েছে এবং বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করি।’

চলতি মাসে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার বিষয়ে তিনি বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের আগমন তাদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার বার্তাই বহন করে। এই আগমনকে আমরা স্বাগত জানাই। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এসেছেন এবং আরও বেশ কয়েকজন আসবেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের মালিক জনগণ। রাষ্ট্রক্ষমতায় কারা যাবে সেটি নির্ধারণ করার মালিক হচ্ছে জনগণ। বিএনপির যদি কোনো নালিশ থাকে তা দিতে হবে জনগণের কাছে, বিদেশিদের কাছে নয়।’

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা তো মাঝে মধ্যেই এক দফার আন্দোলনের ঘোষণা দেন। তো এক দফা আন্দোলন চট্টগ্রামেই মারা যায় কি না, সেটিই দেখার বিষয়।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই। ২০১৩-১৪-১৫ সালে বিএনপি আন্দোলনের নামে যে সহিংসতা করেছে, সেটি আমরা সামাল দিয়েছি। সেটি করার সামর্থ্য বিএনপির এখন নেই এবং ভূ-রাজনীতির কারণে আর এ ধরণের আন্দোলন করা তাদের পক্ষে সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিএনপির এত প্রচারণার মধ্যেও ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সুতরাং আগামী নির্বাচনেও জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। বিএনপির অংশগ্রহণ আমরা অবশ্যই স্বাগত জানাই।’

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×