হিরো আলম।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন হিরো আলম। আর সেই প্রচারণায় তিনি নারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে।
হিরো আলাম জানান, প্রচারণা চালাতে বস্তিতে প্রবেশ করতে গেলে ২০ থেকে ২৫ জন নারীর একটি দল তাকে বাধা দেয়। বাধা এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। একপর্যায়ে আইসিডিডিআর,বি কমপ্লেক্সে আশ্রয় নেন।
তিনি বলেন, ‘এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বিচার চাইতে নির্বাচন কমিশনে যাবো।’
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে নারীরা বলেন, ‘হিরো আলমই আগে আমাদের ওপর হামলা করেছে। আমরা শুধু প্রতিহত করেছি।’
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি সহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এম হাসান