ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৮:৪২, ২৯ জুন ২০২৩

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন

ফাইল ছবি

মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ বৃহস্পতিবার । ঈদে সারা দেশের মানুষ আনন্দ করলেও বঞ্চিত হবে না কারাবন্দিরা। প্রতিবারের মতো এবারও বিশেষ আয়োজন করা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাড়ে ৮ থেকে ৯ হাজার বন্দি রয়েছে। তাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ১০টি গরু কোরবানি দেওয়া হবে। যারা গরুর মাংস খান না তাদেরসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ঈদের দিন ৭টি খাসি জবাই করা হবে।

আজ সকাল ৭টায় সব কারাবন্দিদের জন্য পোলাও, চালের পায়েস ও মুড়ির ব্যবস্থা করা হয়েছে। দুপুরে কোরবানি করা গরুর মাংস, খাসির মাংস, পোলাও, মুরগির রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারির ব্যবস্থা থাকবে। রাতের খাবারে সাদা ভাত, রুই মাছ, ডিম ভুনা ও আলুর দম রান্না করা হবে।

এ ছাড়া কারাবন্দিদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,এ ছাড়া আত্মীয়দের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, মোবাইলে কথা বলাসহ বাড়ির তৈরি রান্না করা খাবার সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। 

 

রাজু

সম্পর্কিত বিষয়:

×