ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৃষ্টি উপেক্ষা করেই পশুর হাটগুলোতে ক্রেতারা

প্রকাশিত: ১৭:০৩, ২৮ জুন ২০২৩

বৃষ্টি উপেক্ষা করেই পশুর হাটগুলোতে ক্রেতারা

ফাইল ছবি।

শেষ সময়ে জমে ওঠেছে পশু বেচাকেনা। তবে বাদ সেধেছে বৃষ্টি। কিন্তু ঈদের আনন্দ জমিয়ে তুলতে বৃষ্টি উপেক্ষা করেই পশুর হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বাজেটের মধ্যে পছন্দের পশু কিনতে তাদের এখন বিক্রেতার সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। এর মাধ্যমে কোরবানির পশু কিনে বাড়ি ফিরছেন লোকজন।

বুধবার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা যায় এমন চিত্র।   

রাজধানীর হাজারীবাগ হাটে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে হাটে কোথাও কোথাও পানি জমে আছে। এর সঙ্গে পশুর বর্জ্য ছড়িয়ে গেছে। এসব মাড়িয়েই চলছে দর-কষাকষি আর বেচাকেনা।

হাটে মানিকগঞ্জ থেকে গরু নিয়ে এসেছেন সোহেল রানা। তার সঙ্গে দর-কষাকষি চলছে ক্রেতার। গরুর দাম হাঁকা হয়েছিল ১ লাখ ৪০ হাজার টাকা। পরে তা নামিয়ে ১ লাখ ১০ হাজারে এসেছেন বিক্রেতা। ক্রেতা বলছেন ১ লাখ। এখন ১০ হাজার টাকা নিয়ে চলছে দর-কষাকষি। 

গাবতলী পশুর হাটে দেখা যায়, কাদা মাড়িয়ে ছাতা মাথায় হাট চষে বেড়াচ্ছেন ক্রেতারা। পশু পছন্দের পর দরদাম করতে বেশি সময় নিচ্ছেন না। বাজেটের কাছাকাছি দাম হলেই কিনে নিচ্ছেন।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও হিসাব মেলাতে পারছেন না মধ্যবিত্তরা। নাজমুল হোসেন নামের এক ক্রেতা বলেন, অনেক সময় ধরে দরদাম করেও গরু কিনতে পারছি না। দাম ছাড়ছে না ব্যাপারিরা।

আবার দুই একজন জানান, হাটে গরু নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। 

এমএম

সম্পর্কিত বিষয়:

×