ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাট তদারকিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা

প্রকাশিত: ১৯:০৭, ২৬ জুন ২০২৩

হাট তদারকিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা

ফাইল ছবি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

এ লক্ষে মন্ত্রণালয়ের নয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা নির্ধারিত হাটে দায়িত্ব পালন করবেন। এ কর্মকর্তারা নির্ধারিত হাটে দায়িত্ব পালন করবেন।

রবিবার (২৫ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর ১টি কেন্দ্রীয় সমন্বয় টিম, ৫টি মনিটরিং টিম, ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ২টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে। 

এসব টিম সোমবার থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×