ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দুর্নীতিবিরোধী মনোভাব জাগাতে হবে

প্রকাশিত: ১৭:০৮, ১৫ জুন ২০২৩

দুর্নীতিবিরোধী মনোভাব জাগাতে হবে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতি হলো উন্নয়নের প্রধান অন্তরায়।

বৃহস্পতিবার (১৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তখন রাষ্ট্রপতি এ কথা বলেন। দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং মো. জহুরুল হক ও সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্টপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুততার সাথে শেষ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব জাগাতে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করতে হবে। রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×