ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মে মাসে দুর্ঘটনায় নিহত ৫২৭

প্রকাশিত: ১৯:২৫, ১৪ জুন ২০২৩

মে মাসে দুর্ঘটনায় নিহত ৫২৭

প্রতীকী ছবি।

সারাদেশে গত মে মাসে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৭ জন। একই সময়ে আহত হয়েছেন ৭৭৯ জন।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত এবং ৭৬৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সড়ক ঘটেছে সিলেট বিভাগে।

এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। যা মোট নিহতের ৩৮ দশমিক ৬৭ শতাংশ ও আহতের ১৪ দশমিক ৮২ শতাংশ।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহন, যাত্রীদের অসতর্কতা, মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, মহাসড়কের নির্মাণ ত্রুটি ও যানবাহনের ত্রুটিসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এমএম

সম্পর্কিত বিষয়:

×