ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালাল এজেন্সি

প্রকাশিত: ১৭:২৪, ১৪ জুন ২০২৩; আপডেট: ১৭:৩৫, ১৪ জুন ২০২৩

৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালাল এজেন্সি

এসএন ট্রাভেলস এজেন্সি।

রাজধানীর শ্যামপুরেরে জুরাইনে ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে গেছে এসএন ট্রাভেলস হজ এজেন্সি। এ ঘটনায় জেন্সির সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। 

বুধবার (১৪ জুন) দুপুরে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্যামপুরের জুরাইন এলাকার এসএন ট্রাভেলস হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কারো লিখিত অভিযোগ পাইনি।’ 

তিনি আরো বলেন, ‘পাঁচশ’র বেশি হজযাত্রীদের কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা লাগিয়েছেন ওই এজেন্সিতে। এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধুমাত্র প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও পড়ুন>>বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার হজযাত্রী

শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন বলেন, ‘এসএন ট্রাভেলস হজ এজেন্সিটির অফিসে ভুক্তভোগীরা এখনও উপস্থিত রয়েছেন। ঘটনাস্থলে পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। ভুক্তভোগীরা আপাতত কোনো আইনি প্রক্রিয়ায় যেতে চাইছেন না। তারা আসলে চাইছেন যেকোনোভাবে যেন তাদের হজে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।’

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×