ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এখন থেকে এনআইডি সেবা দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ২০:৩৮, ১২ জুন ২০২৩

এখন থেকে এনআইডি সেবা দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। 

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে  ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, গত বছরের ১০ অক্টোবর এ আইনটি মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছিল, আজকে এটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই আইনের আওতায় এখন আমাদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত হবে। 

আইনের বিশেষ বৈশিষ্ট্য হলো- যে কোনো নাগরিক জন্মের পরপরই নাগরিক সনদ বা একটি নম্বর পাওয়ার অধিকারী হবেন। এটি অপরিবর্তিত হবে। এটি জন্মের সঙ্গে সঙ্গে নিতে পারবেন। এটা কোনো সময় পরিবর্তন করা যাবে না।

বর্তমানে যে নম্বরগুলো (এনআইডি) নির্বাচন কমিশনের অধীন আছে সেগুলো চলমান থাকবে।

তিনি আরও বলেন, তারা এখন থেকে নতুন নম্বর নেবেন। এখন থেকে সব জায়গায় এ নম্বরটি ব্যবহার হবে। যখন সে এই নম্বরটি পেয়ে যাবে তখন আর কোনো নম্বর লাগবে না। আমাদের মূল উদ্দেশ্য সব নাগরিকের একটি ইউনিক নম্বর থাকা দরকার। এত দিন হয়তো বিভিন্ন ধাপে নম্বরগুলো দিয়েছি।

 

এসআর

×