ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সাড়ে পাঁচ কোটি টাকার সোনা

প্রকাশিত: ২০:১২, ১২ জুন ২০২৩

বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সাড়ে পাঁচ কোটি টাকার সোনা

আটককৃত জামাল ভুইয়া।

আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। তার নাম জামাল ভুইয়া। তার বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে। তিনি বিমানবনন্দরে বেসরকারি কিলিং কোম্পানী ক্রাউনের ক্লিনার। সোমবার ৬০টি সোনার বার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর সূত্র জানিয়েছে-গোপন সংবাদের ভিত্তিতে সেখানকার ময়লা আবর্জনার জন্য রাখা ডাস্টবিনে রাখা পলিথিনের ব্যাগে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তারা সোনার সন্ধান পান। তারা আরও জানতে পারেন কাতার থেকে আগত ইউএস বাংলার একটি ফ্লাইটে ওই সোনার চালান আসে। খবর পেয়ে সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে বে-২০এর একটি ডাস্টবিনে তল্লাশি চালানো হয়। যার দায়িত্বে ছিলেন আটককৃত জামাল ভুইয়া। এ সময় সে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় তিনি স্বীকার করেন তার হেফাজতে সোনার চালান রয়েছে। ৯নং বোর্ডিং ব্রিজের কাছে রাখা ওই ডাষ্টবিনে তাকে নিয়েই অভিযান চালায় শুল্ক গোয়েন্দা। 

 

আজাদ সোলেমান

সম্পর্কিত বিষয়:

×