ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ডাস্টবিনে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ২০:৫১, ১০ জুন ২০২৩

ডাস্টবিনে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নবজাতক উদ্ধার 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)সপাতালের বাগান গেটের সামনে ডাস্টবিনে ফেলে যাওয়া এক নবজাতককে কুকুরের মুখ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নূর আলম মুন্সী বলেন, ‘খবর পেয়ে হাসপাতালের বাগান গেটের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

কে বা কারা ওই নবজাতককে ডাস্টবিনের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ফেলে যায় বলে জানান তিনি। 

এসআই বলেন, ‘একটি কুকুর ওই নবজাতককে মুখে করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় জানা যায়নি।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×