ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

মাওয়া হাইওয়েতে বাস আইল্যান্ডে, আহত ৭ যাত্রী হাসপাতালে

মেডিকেল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ৮ জুন ২০২৩

মাওয়া হাইওয়েতে বাস আইল্যান্ডে, আহত ৭ যাত্রী হাসপাতালে

ঢাকা-মাওয়া হাইওয়ে। ফাইল ফটো

ঢাকা-মাওয়া হাইওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়ায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তোফাজ্জল হক (৫০), মনির হোসেন (২৬), আসিফ আকন (২০), রিপন মিয়া (৪৫), ফরিদা বেগম (৬৫), কৃষ্ণা মণ্ডল (৬৫) ও ঐশী মণ্ডল (২৬)।

আহত আসিফ আকন জানান, তিনি প্রাইভেটকার চালক। বাড়ি বরগুনা বেতাগি উপজেলায়। বরগুনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়লে এক্সপ্রেসওয়ের টোল প্লাজার পাশে আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এতে তারা আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাদের কেউ আশঙ্কাজনক নয়। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×