ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ধানমন্ডি লেকে ৫৫টি দুর্লভ গাছ রোপণ করেছে ধানমন্ডি সোসাইটি 

প্রকাশিত: ১৭:৫০, ৫ জুন ২০২৩

ধানমন্ডি লেকে ৫৫টি দুর্লভ গাছ রোপণ করেছে ধানমন্ডি সোসাইটি 

ধানমন্ডি লেকের একপাশে ৫৫টি দুর্লভ গাছ রোপণ করেছে ধানমন্ডি সোসাইটি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সকালে গাছগুলো রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ শেষে ধানমন্ডি সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ শোভাযাত্রা সহকারে ধানমন্ডি লেক প্রদক্ষিণ করেন। তাপমাত্রা কমাতে এবং পরিবেশ ঠিক রাখতে এই কার্যক্রম অব্যাহত রাখার এবং এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

ধানমন্ডি সোসাইটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তারেক রহমান জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ উদ্যোগে দুর্লভ এবং মানসম্পন্ন গাছগুলো রোপণ করা হয়েছে। লেকের সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসেই এমন উদ্যোগ। সংগঠনের উদ্যোগে গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা হবে।  ভবিষ্যতে আরও গাছ লাগানো হবে বলে জানিয়েছেন তিনি।
 

ফজলু

×