ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফের ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭:১৬, ৩ জুন ২০২৩

ফের ধানমন্ডি লেক থেকে মরদেহ উদ্ধার

ধানমন্ডি লেক।

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এবার অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, ‘সম্ভবত গোসল করার উদ্দেশ্যে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে। আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি।’

তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানার জন‍্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।’

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ১৫ নম্বর লেক থেকে ভাসমান অবস্থায় মো. শাহিন আলম পাটোয়ারী (২৫) নামের এক গাড়ি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর গত ৮ মে ধানমন্ডি লেক থেকে এ বি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×