ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইনশৃঙ্খলা খাতে বাড়ছে বরাদ্দ

প্রকাশিত: ২০:০১, ১ জুন ২০২৩

আইনশৃঙ্খলা খাতে বাড়ছে বরাদ্দ

ফাইল ছবি।

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে আইনশৃঙ্খলা খাতে ১ হাজার ১০১ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় ১ হাজার ১০১ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান মন্ত্রী।

প্রস্তাবিত বাজেট বলা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের (পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী) জন্য ২৫ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছর ছিল ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা। যদিও গত অর্থবছরে জননিরাপত্তা বিভাগের সংশোধিত বাজেট ছিল ২২ হাজার ৫৭৫ কোটি টাকা।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএম

সম্পর্কিত বিষয়:

×