অভিযানে গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা এলাকায় অভিযানে ২১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা আড়াই হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। গ্রেপ্তারকৃত আসামীর নাম- আফতাব উদ্দিন ওরফে আতা।
১ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) একেএম মোশাররফ হোসেন মিয়াজী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আফতাবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফজলু