ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০:৪৫, ১৭ মে ২০২৩; আপডেট: ২০:৪৭, ১৭ মে ২০২৩

মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি।

ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুই কোটি ৬৯ লাখ টাকার জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।

তিনি বলেন, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে। এতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় পাঁচ লাখ বাংলাদেশি ও শরণার্থী শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×