ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

৩১ মে বাজেট অধিবেশন শুরু

প্রকাশিত: ১৯:৪৬, ১৪ মে ২০২৩

৩১ মে বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদ

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৩১ মে শুরু হচ্ছে। বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম এ অধিবেশন শুরু হবে। 

রবিবার (১৪ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকায় এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। এ কারণে এ বছরের বাজেটও কিছুটা আগেভাগে পেশ করা হচ্ছে।

আগামী ২৫ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। সংসদ অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আসন্ন অর্থবছর নিয়ে সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। তিনি চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২০২২ সালের ৯ জুন সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×