মাছ ধরছেন জেলেরা
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র মধ্যেই কুয়াকাটার উপকূলের কিছু জেলেরা মাছধরা অব্যাহত রেখেছেন। তাদের দাবি, মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
রবিবার (১৪ মে) খুঁটা জালের জেলেরা ছোট নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরেন। এখনও তাদের জাল সমুদ্রে রয়েছে। এ ছাড়া, কূলের ক্ষুদ্র জেলেরা বেড়জাল ও কারেন্টজাল টেনে মাছ শিকার করছেন। গঙ্গামতি পয়েন্টের সমুদ্রে একাধিক মাছ ধরার নৌকা দেখা গেছে।
মাছ ধরতে যাওয়া জেলেরা বলেন, বর্তমানে সমুদ্রের যে অবস্থা তা আমাদের কাছে বৈরী মনে হচ্ছে না। পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের সময় সমুদ্র এরচেয়ে বেশি উত্তাল থাকে। তখনও আমরা মাছ ধরি। আবহাওয়া খারাপের কথা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু দেখছি না। মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি খারাপ হলে জেলেরা মাছ ধরা বন্ধ রাখবে।’
এদিকে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে নোয়াখালী উপকূলীয় এলাকায় আজ সকাল থেকে কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের গতিবেগ খুবই কম। তাই নদী অনেকটাই শান্ত থাকায় হাতিয়ার চতলার ঘাট এলাকা থেকে জেলেরা ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান।
এমএইচ