ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৯:১৯, ১১ মে ২০২৩

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত।

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্প‌তিবার (১১ মে) বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেয়া ছাড়াও জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। এছাড়া তি‌নি পররাষ্ট্রমন্ত্রী মো‌মেনের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের যৌথ আয়োজন দুই দি‌নের জন্য শুক্রবার ঢাকায় বস‌ছে ভারত মহাসাগরীয় সম্মেলন।  স‌ম্মেল‌নের উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএম

সম্পর্কিত বিষয়:

×