ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

উন্নয়নের প্রয়োজনে গাছ কাটলে সেখানে তিনগুণ বেশি রোপন করা হবে

প্রকাশিত: ১৯:৩৮, ১০ মে ২০২৩

উন্নয়নের প্রয়োজনে গাছ কাটলে সেখানে তিনগুণ বেশি রোপন করা হবে

শেখ ফজলে নূর তাপস।

উন্নয়ন কাজের প্রয়োজনে গাছ কাটতে হলে সেখানে নতুন করে তিনগুণ বেশি গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১০ মে) ঐতিহ্য বলয়-৫ এর যাত্রাপথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ডিএসসিসি মেয়র বলেন, গাছ কাটা নিয়ে কেউ কেউ মর্মাহত হতেই পারেন, কষ্ট পেতেই পারেন। এটা তাদের আবেগের বিষয়। আবার অনেকেই ঢালাওভাবে অনেক কথা বলছেন। সম্পূর্ণ তথ্য না জেনেই কথা বলছেন। আসলে উন্নয়ন কাজে অনেক সময় গাছ কেটে ফেলতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা তখনই করি, যখন নিতান্তই আর কোনো উপায় নেই। যে গাছগুলোকে ফেলে দিতে হয়েছে বা কেটে ফেলতে হয়েছে সেই জায়গায় আমরা অবশ্যই অন্য গাছ লাগাব। উন্নয়ন কাজের প্রয়োজনে গাছ কাটতে হলে সেখানে নতুন করে আমরা তিনগুণ বেশি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, যদি একটি গাছ অপসারিত হয় তাহলে সেখানে আমরা তিনটি গাছ লাগানোর লক্ষেই কাজ করছি। ওই সড়ক বিভাজনে আমরা আরও অনেক বেশি গাছ রোপণ করবো। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে প্রায় দশ হাজার গাছ রোপণ করবো। সুতরাং এটা আমাদের চলমান প্রক্রিয়া।

এমএম

×