ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবুল হাসনাত

প্রকাশিত: ২২:৪০, ৯ মে ২০২৩

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবুল হাসনাত

মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবু‌ক পেইজে এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আবুল হাসনাত সেনাবাহিনীতে ১৯৮৯ সালে কমিশন র‍্যাংকে যোগ দেন। তিনি ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের অঞ্চ‌লের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে‌ছেন। তিনি অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সিনিয়র ডিরেক্টরিং স্টাফ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দায়িত্ব পালন করেছেন। তিনি কুয়েত ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ দায়িত্ব পালন করেছেন।

জেনারেল হাসনাত ডিফেন্স স্টাডিজ, সিকিউরিটি স্টাডিজ এবং সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছেন। তি‌নি দুই সন্তা‌নের জনক।

এমএইচ

×