ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

প্রকাশিত: ২১:৪৫, ৮ মে ২০২৩

কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

জেল

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম কামরুল হাসান (৫১)।

সোমবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি কামরুল হাসান। কয়েদী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তার কয়েদী নম্বর ২০১৮/এ। বাবার নাম মৃত কাছির উদ্দিন।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×