ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় করার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত: ১৭:১৩, ৭ মে ২০২৩

জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় করার তাগিদ রাষ্ট্রপতির

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীসহ অন্যান্যরা

জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয়, এখানে যেন কোনো নয়ছয় না হয় সে ব্যাপারে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (৭ মে) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বঙ্গভবনে বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই তাগিদ দেন।
 
সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তিনি রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। মো. সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম।

রাষ্ট্রপ্রধান বলেন, জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। তিনি অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×