ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু

প্রকাশিত: ১০:১৯, ১ মে ২০২৩

সোহরাওয়ার্দী উদ্যানে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম শাকিল হোসেন (১৮)। সে মাদকাসক্ত ছিল।

সোমবার (১ মে) ভোরে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তিন ভাই ও চার বোনের মাঝে পঞ্চম ছিল শাকিল। তার বাবার নাম মৃত বাবুল হোসেন। অবিবাহিত ছিল সে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী মো. আল-আমিন জানান, ভোরে শাকিল তারই পরিচিত শাওন নামের একজনের সঙ্গে তর্কাতর্কিতে জড়ায়। খবর পেয়ে শাকিলের বড় বোনজামাই বাবু ব্যাপারী সেখানে হাজির হন। পরে শাকিলকে বকাঝকা করতে থাকেন। একপর্যায়ে একটি রডের টুকরো দিয়ে শাকিলের বুকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে শাকিল মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে তার মাথায় পানি ঢালা হয়। এ সময় অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা তিনজনই রডসহ বিভিন্ন জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ছিল। এ ছাড়া মাদকাসক্ত ছিল শাকিল।

শাকিলের বড় ভাই মো. শাহিন হোসেন জানান, তারা থাকেন কামরাঙ্গীরচর চান মসজিদ এলাকায়। শাকিল মাদকাসক্ত ছিল। উদ্যানেই থাকতো। ভোরে তার মৃত্যুর খবর শুনে তারা হাসপাতালে আসেন। বড় বোনজামাই বাবু বেপারী তাকে রড দিয়ে আঘাত করেছে বলে শুনতে পেরেছেন তারা।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাকিলের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক বাবু ব্যাপারীকে আটকের জন্য অভিযান চলছে।

এমএইচ

×