ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

রাজধানীতে ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

প্রকাশিত: ২০:৪৬, ২৫ এপ্রিল ২০২৩

রাজধানীতে ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

ভিক্টর ক্লাসিক বাস ও নিহত মো. সদরুল হক।

রাজধানীর শাহজাদপুরে বাসের ধাক্কায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) খিলগাঁও জোনে প্রকৌশলী মো. সদরুল হক (২৭) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সদরুল রাজশাহী জেলার চারঘাট গ্রামের মো. জাহেদুল হকের ছেলে। তিনি ঢাকার বাসাবো এলাকায় পরিবারসহ বসবাস করতেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।

নিহত সদরুলকে ঢামেকে নিয়ে আসা মো. মামুনুর রশিদ জানান, ভারতের ভিসা পেতে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাচ্ছিলেন সদরুল। পথে শাহজাদপুর পৌঁছালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সদরুল সড়কে ছিটকে পড়েন। পরে ভিক্টর ক্লাসিকের ওই বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস এবং ওই বাসের চালক পুলিশ হেফাজতে রয়েছে।

এমএইচ

×