ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

প্রকাশিত: ২০:২৫, ১৮ এপ্রিল ২০২৩

রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

মরদেহ

রাজধানীর গাবতলীতে বাসের ধাক্কায় মো. মাসুদ মিয়া (৪০) নামের এক রিকশা চলকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে য়ো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. ইসমাইল জানান, নিহত মাসুদ পেশায় রিকশাচালক। রিকশা চালিয়ে গাবতলী মোড় এলাকায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস রিকশাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। তার বাবার নাম আজগর আলী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

তিনি জানান, আমরা জানতে পেরেছি নিহত পেশায় একজন রিকশা চালক। রিকশা চালিয়ে গাবতলী মোড় এলাকায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস ওই রিকশাকে ধাক্কা দেয়। পরে রিকশা চালক মাসুদকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এমএইচ

×