
গ্রেপ্তার ফাতিমা ও হুসনা।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার মামলায় জঙ্গি সোহেলের স্ত্রীসহ দুই জনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (৮ এপ্রিল) আসামিদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসি পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া এই দুই নারী হলেন- সোহেলের স্ত্রী ফাতিমা তাসনীম শিখা এবং অপরজন হলেন হুসনা আক্তার। ফাতিমার আশ্রয়দাতা হলেন হুসনা আক্তার। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২০ নভেম্বর দুপুরে পুলিশের ওপর পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ সময় আসামি আরাফাত ও সবুরকেও ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও আট জনকে।
এমএইচ