ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 

প্রকাশিত: ১৭:৩৬, ৬ এপ্রিল ২০২৩

শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 

ফাইল ছবি।

আসন্ন ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল)। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এসময় ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

আর ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এসময় ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

ঈদ উপলক্ষে আন্তর্দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

পবিত্র ঈদুল ফিতরের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

এমএম

সম্পর্কিত বিষয়:

×