ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাশিমপুর মহিলা কারাগারে নারী বন্দির মৃত্যু

প্রকাশিত: ২০:১৪, ১ এপ্রিল ২০২৩

কাশিমপুর মহিলা কারাগারে নারী বন্দির মৃত্যু

ফাইল ছবি।

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী বন্দির মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার ওবায়দুর রহমান। 

তিনি জানান, ঢাকার লালবাগ থানার একটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন নাজমা। শনিবার সকাল সাড়ে ৮টায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নাজমা বেগম  (৪৮) ব্রাহ্মণবাড়িয়ার সোহাতা বৈয়াবাড়ী এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে ও মোশারফ হোসেনের স্ত্রী।

এমএম

সম্পর্কিত বিষয়:

×