ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশ ভারতের প্রতিবেশী প্রথম নীতির শক্তিশালী স্তম্ভ ॥ জয়শঙ্কর

প্রকাশিত: ১৭:০০, ২৬ মার্চ ২০২৩

বাংলাদেশ ভারতের প্রতিবেশী প্রথম নীতির শক্তিশালী স্তম্ভ ॥ জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। 

বাংলাদেশ সব সময় ভারতের প্রতিবেশী প্রথম নীতির একটি শক্তিশালী স্তম্ভ বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। 

রবিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে টুইটারে এক শুভেচ্ছা বাণীতে তিনি একথা বলেন। টুইট বার্তায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছাও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

স্বাধীনতা দিবসের বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে দেশটির জাতীয় দিবসে আন্তরিক শুভেচ্ছা। আমাদের বহুমুখী অংশীদারিত্ব ভাগাভাগি ত্যাগের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ সর্বদা ভারতের প্রতিবেশি প্রথম নীতির একটি শক্তিশালী স্তম্ভ।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় উল্লেখ করে, বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে যোগদান করেছে ভারতীয় হাইকমিশন। সঙ্গে সঙ্গে স্মরণ করছে এ জনগণের স্বাধীনতা ও সমৃদ্ধির অন্বেষণে সর্বোচ্চ আত্মত্যাগ।
 

অপূর্ব কুমার

×