ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গণভবনে থাকছে না ইফতার পার্টির আয়োজন

প্রকাশিত: ২০:৩১, ২৩ মার্চ ২০২৩; আপডেট: ২০:৩৩, ২৩ মার্চ ২০২৩

গণভবনে থাকছে না ইফতার পার্টির আয়োজন

গণভবন

এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

ধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়-নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

তিনি জানান, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও সাদামাটা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারেও কৃচ্ছ্রতা সাধন করবেন।

এসআর

সম্পর্কিত বিষয়:

×