ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সুপ্রিম কোর্টের যত কলঙ্ক সব বিএনপি ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ মার্চ ২০২৩

সুপ্রিম কোর্টের যত কলঙ্ক সব বিএনপি ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টের ইতিহাসে যত কলঙ্কজনক ঘটনা ঘটেছে সবগুলো বিএনপি ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৮ মার্চ) চট্টগ্রামে নগরের বাকলিয়া মৌসুমি আবাসিক এলাকার আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আগে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিল। এবার তারা সুপ্রিম কোর্টে ব্যালট ছিনতাই করেছে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। এজন্য তাদের বিচার হওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ঢাকা বারের নির্বাচনে বিএনপি শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। আগেই তারা বুঝতে পেরেছে এ নির্বাচনে তাদের জয়ের কোনো আশা নেই। তাই প্রথমে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, পরে তারা ব্যালট পেপার ছিনতাই করে এবং ভাঙচুর করে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের একমাস পর থেকে বিএনপি সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত। সরকারকে টেনে নামাতে বহুবার চেষ্টা করে বিএনপি নিজেই জনবিচ্ছিন্ন হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে পিলখানা বিদ্রোহের পেছনে তারা ঘি ঢেলেছিল। ওই বিদ্রোহের সঙ্গে বিএনপি এবং তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতা ছিল। যেদিন ঘটনা ঘটে সেদিন প্রত্যুষে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তারেক জিয়ার সঙ্গে বহুবার কথা বলেছেন, সেই রেকর্ড আমাদের কাছে আছে।’

চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য এক দশমিক দুই বিলিয়ন ডলার সমপরিমাণ বরাদ্দ দিয়েছেন। এটি ঢাকা শহরের জন্যও দেওয়া হয়নি। সবাই মিলে যদি ময়লা যেখানে-সেখানে ফেলি, সিটি করপোরেশনের চার হাজার কর্মীর পক্ষে পরিষ্কার রাখা কোনোদিন সম্ভব হবে না। ড্রেন করার পর সেই ড্রেনে যদি আমরা পলিথিন ও বাসা বাড়ির ময়লা ফেলি, তাহলে সেই ড্রেন কখনও সচল থাকে না। কোনো দেশে আমাদের মতো যেখানে-সেখানে ময়লা ফেলার এ অবস্থা নেই। এ অভ্যাস থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×