ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ২০:২৫, ১২ মার্চ ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। শুরুতে টসে জিতে ব্যাট করে ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ১১৮ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৮.৫ বলে ৬ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি৬ উইকেটে জিতেছিল টাইগাররা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×