ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আবারও বাড়ছে হজ নিবন্ধনের সময়

প্রকাশিত: ১৭:৫৫, ৭ মার্চ ২০২৩

আবারও বাড়ছে হজ নিবন্ধনের সময়

ফাইল ছাবি।

হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফায় ৯ দিন বাড়িয়ে আগামী ১৬ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে  ধর্ম মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ সংক্রান্ত ফাইল ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। তবে সময় বৃদ্ধির বিষয়টি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কত দিন বাড়বে তা সন্ধ্যায় জানতে পারবেন। আমরা আশা করছি, এবারের বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কোটা পূরণ হয়ে যাবে।

এমএম

সম্পর্কিত বিষয়:

×