ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শুক্রবার যেসব এলাকায় ৫ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ২১:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

শুক্রবার যেসব এলাকায় ৫ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

প্রতীকী ছবি।

সঞ্চালন লাইনের জরুরি কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শাটডাউন চলাকালীন সময়ে সংশ্লিষ্ট গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×