ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

খেলার সময় দেয়ালের উপর থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৮:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৩

খেলার সময় দেয়ালের উপর থেকে পড়ে শিশুর মৃত্যু

মরদেহ

রাজধানীর ডেমরা কোনোপাড়ায় খেলার সময় দেয়ালের উপর থেকে পড়ে রাইসা আহমেদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটায় মৃত ঘোষণা করেন।

নীলফামারীর জলঢাকা উপজেলার মৌজা শোলমারি গ্রামের ঠিকাদারী ব্যবসায়ী রুবেল হোসেন ও গৃহিণী রানু আক্তার দম্পতির মেয়ে রাইসা। দুই ভাই-বোনের মধ্যে ছোট সে। পরিবারটি কোনাপাড়া আল-আমিন রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে।

হাসপাতালে শিশুটির বাবা রুবেল হোসেন জানান, বিকেলে তিনি কাজে ছিলেন। বাসার ভেতর খেলা করছিল শিশুটি। আর তার মা বাথরুমে কাপড় ধোয়ার কাজ করছিলেন। তখন বাসা থেকে একাই বেরিয়ে যায় সে। কিছুক্ষণ পর তার মা তাকে দেখতে না পেয়ে বাসাযর আশপাশে খোঁজাখুজি শুরু করেন। তখন বাউন্ডারির দেয়ালের বিপরীত পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদের খবর দেয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের ধারণা বাসার বাউন্ডারি দেয়ালের উপরে ওঠে খেলার সময় সেখান থেকে বাইরের পাশে স্লাবের উপর পড়ে গিয়েছিল সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×