চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ধানমন্ডি সোসাইটি কর্তৃক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেড় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেছে।
ধানমন্ডি চার নম্বর মাঠে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা আয়োজনে ছয় থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোররা বয়সভিত্তিক তিনটি ভিন্ন গ্রুপে ভাগ তাদের সৃষ্টিশীলতা প্রদর্শন করে। এই আয়োজনে সহযোগিতা করেছে গ্যালারি চিত্রক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আগে ধানমন্ডি সোসাইটি একটি অস্থায়ী শহিদ মিনারের বেদিমূলে ভাষা শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করে। এতে শিশু-কিশোররাও অংশগ্রহণ করে। উক্ত আয়োজনে ধানমন্ডি সোসাইটির নির্বাহী কমিটির সদস্যসহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দ মোদাস্সের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধানমন্ডি সোসাইটির সদস্যগণ।
ফজলু