ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ডিএমপির উপ-পুলিশ কমিশনারসহ ৪ জনকে বদলি

প্রকাশিত: ২০:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ডিএমপির উপ-পুলিশ কমিশনারসহ ৪ জনকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজনকে বদলি করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপির এস্টেট বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মেহেদী হাসানকে ডিএমপির এস্টেট বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

এ দিকে, ডিএমপির যুগ্ম কমিশনারের (পিওএম) দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার-পিওএম) মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। সেই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) কাজী রোমানা নাসরিনকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×